মাদকের শারীরিক ক্ষতি
-চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায় বা অন্ধত্ব হয়ে যায়।
- শ্বাস প্রণালীতে ক্যানসার, নিউমনিয়া ও ব্রংকাইটিস রোগ হয়।
- যক্ষা রোগ হয় -হৃদযন্ত্রের কার্যকারিতা নষ্ট হয়ে যায়।
- রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যায়। -রক্ত স্বল্পতা দেখা দেয়।
-লিভার নষ্টহয়ে যায় ও লিভারে ক্যানসার দেখা দেয়।
-জন্ডিস রোগ ও হেপাটাইটিস বি ও সি ভাইরাস দেখা দেয়
- কিডনী নষ্ট হয়ে যায়। -যৌন ক্ষমতা হ্রাস পায়
-সন্তান জন্মদানে অক্ষমতা দেখা দেয়।
-নেশাগ্রস্থ মেয়েদের ক্ষেত্রে গর্ভের সন্তান বিকৃত হয়ে যায়
-মৃত সন্তান প্রসব করে -জম্মকালীন শিশুর ওজন কমে যায়
-জন্মানোর সাথে সাথে নবজাতকের বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়।
-খাদ্য প্রনালীতে রোগ দেখা দেয়
-রুচী কমে যায়।
-হজম শক্তি কমে যায়।
-আলসার, এসিডিটি, কোষ্টকাঠিণ্য রোগ দেখা দেয়।
-ত্বক নষ্টহয়ে যায়, ত্বক খস খসে হয়
-ত্বকে ফোড়া চুলকানি ও ক্ষত হয়ে যায়, ক্ষততে পচন ধরে
-অনিদ্রা, পেটেব্যাথা, মুখে ব্রণ ও বমি বমি ভাব হয়
- রক্তে দূষণ হয়।
-স্নায়ুবিক দুর্বলতা হয়।
- কর্মক্ষমতায় অবনতি হয়।
-ক্ষয় রোগ হয় ও মস্তিস্কে রক্তক্ষরণ দেখা দেয়।
-ফুস ফুস নষ্ট হয়ে যায়।
-এইচআইভি/এইডস রোগে আক্রান্ত হয়।
-দাঁতে পাইরিয়া রোগ হয় বা দাঁত নষ্ট হয়ে যায়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS