মাদকের মতো জটিল সংকট মোকাবেলায় বিজ্ঞানসম্মত বহুমুখী কার্যক্রম পরিচালনা করে থাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ।
মূলত তিনটি পদ্ধতিতে মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করা হয়–
ক) মাদকের সরবরাহ হ্রাস (Supply Reduction)
খ) মাদকের চাহিদা হ্রাস (Demand Reduction) ও
গ) মাদকের ক্ষতি হ্রাস (Hcarm Reduction)
মাদকের সরবরাহ হ্রাস (Supply Reduction) কার্যক্রম
মাদকের সরবরাহ হ্রাস ২ ভাবে করা হয়ে থাকে-
ক) আইন প্রয়োগের মাধ্যমেঃ বাংলাদেশে অবৈধ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে তালিকা
তৈরি করে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে মামলা দায়ের করা হচ্ছে।
খ) লাইসেন্সীং পদ্ধতিঃ- গণহারে যেন মাদক ব্যবহার করতে না পারে সেই জন্য যাচাই-বাছাই করে লাইসেন্স প্রদানের মাধ্যমে
মাদকের সরবরাহ কমিয়ে আনার একটি পদ্ধতি।
মাদকের চাহিদা হ্রাস (Demand Reduction) কার্যক্রম
- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিরোধ শিক্ষা শাখা সরকারের বিভিন্ন বিভাগ। ও মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে বেসরকারী
স্বেচ্ছাসেবী সংগঠন এর সাথে সমন্বয় করে চাহিদা হ্রাসের কাজটি করে |
- জুনিয়র ও মাধ্যমিক পর্যায়ের কারিকুলামে মাদকের ক্ষতিকর প্রভাব অন্তর্ভুক্ত করা হয়েছে।
- অধিদপ্তরের উপ-অঞ্চলে কর্মরত কর্মকর্তাগণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী বক্তব্য প্রদান করছেন।
- সরকারী ও বেসরকারীভাবে মাদকবিরোধী বিভিন্ন প্রকাশনাবের করা হচ্ছে।
- অধিদপ্তর সারাদেশে গণসচেতনতামূলক র্যালী,সেমিনার ও আলোচনা করছে।
-প্রতিমাসে বুলেটিন ও বাৎসরিক সুভ্যেনিয়র প্রকাশ করা হচ্ছে।
-বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি গঠন করা হয়েছে এবং প্রতিটি উপজেলায় মাদকবিরোধী স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়েছে।
-মানবদেহের ক্ষতিকর প্রভাব সম্বলিত ডিসপ্লে স্ট্যাড প্রদান।
-ছাত্র –ছাত্রীদের মধ্যো মানবদেহের ক্ষতিকর প্রভাব সম্বলিত জ্যামিতি বক্স ও স্কেল বিতরণ।
-মাদকবিরোধী ব্লুটিন প্রচার।
-কিয়স্ক ও এলইডি টিভির মাধ্যমে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে নাটক ও নাটিকা প্রচার।
মাদকের ক্ষতি হ্রাস (Harm Reduction) কার্যক্রম
- সরকারী ও বেসরকারীভাবে মাদকাসক্তদের কাউন্সেলিং এবং চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে ।
-
- বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠনগুলো মাদকাসক্তদের বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচী, নিরাপদ | যৌন শিক্ষা কার্যক্রম, নিডল
শেয়ারিং এক্সেঞ্জ কর্মসূচী, গৃহহীন মাদকাসক্তদের সাময়িক আশ্রয় প্রদান, খাদ্য সরবরাহ এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা
প্রদান করছে।
- কিছু কিছু বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন মাদকাসক্তদের মধ্যে এইচ আই ভি/এইডস প্রতিরোধমূলক কার্যক্রম চালাচ্ছে।
- অধিদপ্তর কর্তৃক পরিচালিত কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময়কেন্দ্রে ICDDR,B এবং | UNODC এর সহযোগিতায় হেরোইন ও আইডিইউ আসক্তদের ঢাকার তেজগাঁও, দয়াগঞ্জ , মৌলোভিবাজার, চট্টগ্রাম ও রাজশাহীতে মেথডন চিকিৎসা সেবা দেয়া হচ্ছে এবং খুলনাতেও মেথডন চিকিৎসা সেবা শুরু করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সরকারীভাবে ঢাকায় ১২৫ শয্যা বিশিষ্ট এবং চট্রগ্রাম, রাজশাহী ও খুলনায় প্রতিটি বিভাগে ২৫ শয্যা বিশিষ্ট নিরাময় কেন্দ্র পরিচালনা করছে।
- বেসরকারী পর্যায়ে ৩৭১ টি নিরাময়কেন্দ্র পরিচালিত হচ্ছে।
- এছাড়াও কারাগার হাসপাতালে মাদকাসক্তদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS